মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ইভা সেন বাংলানিউজকে জানান, গাজীপুর এলাকায় বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায় সুমাইয়া।
পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে ওই ডোবা থেকে সুমাইয়াকে উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরএস/এএটি/এএ