ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পলাতক সন্ত্রাসীদের ফেরতের আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
পলাতক সন্ত্রাসীদের ফেরতের আশ্বাস আইজিপি এ কে এম শহীদুল হক-ছবি- ডি এইচ বাদল

ঢাকা: বাংলাদেশের সন্ত্রাসীরা অন্যান্য দেশে পালিয়ে থাকলে তাদের ফেরত দিতে সম্মতি জানিয়েছে পুলিশ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। আর এক্ষেত্রে ইন্টারপোল সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী পুলিশ প্রধানদের সম্মেলন শেষে তিনি এ কথা বলেন।  

বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের আয়োজনে ১৪ দেশের পুলিশ প্রধান ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহীদুল হক বলেন, দেশের কোনো সন্ত্রাসী অন্য কোনো দেশে লুকিয়ে থাকলে আমরা তাদেরকে তথ্য দেবো। তারপর তারা তাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করার বিষয়ে কথা হয়েছে। সবাই এ বিষয়ে সম্মতি জানিয়েছে। অভিযুক্তদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করলে তাদের খুঁজে বের করতে ইন্টারপোল সহায়তা করবে বলে জানিয়েছে।

সম্মেলন চলাকালে বাংলাদেশ পুলিশের সঙ্গে বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মায়ানমার, আফগানিস্তান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ব্রুনাইয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি সহায়তার ব্যাপারে চীনের সঙ্গে আমাদের কথা হয়েছে। বাংলাদেশে চীনের অনেক প্রজেক্ট রয়েছে। তারা বাংলাদেশে অনেক ব্যবসা করে আসছে। তাই বাংলাদেশের সঙ্গে ট্রেনিং, ইক্যুপমেন্ট ও বিভিন্ন তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে চীন আগ্রহ প্রকাশ করেছে।

যৌথ ঘোষণার পরিপ্রেক্ষিতে অনেক দেশ দ্বিপাক্ষিক চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এক্ষেত্রে আগ্রহীদের মধ্যে মায়ানমার, দক্ষিণ কোরিয়া, চীন ও মালয়েশিয়া রয়েছে। মায়ানমারের প্রতিনিধি এ কনফারেন্সে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মাদক চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে কথা হয়েছে। এ কনফারেন্সের আগ পর্যন্ত মায়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছিল না। এবার আইস ব্রেক (বরফ গলা) হয়েছে। তাদের সঙ্গে অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে।

দ্বিপাক্ষিক চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ চুক্তি করতে হলে সরকারের সম্মতির প্রয়োজন। সরকারের সম্মতি পেলে আমরা বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিতে যাবো। আর এসব চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ ঘোষণা বাস্তবায়িত হবে।

প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত পুলিশ প্রধানদের এ সম্মেলনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরো বলেন, কনফারেন্সটি সফলভাবে শেষ হয়েছে। অতিথিরা যারা এ কনফারেন্সে অংশগ্রহণ করেছেন তারাও অনেক প্রশংসা করেছেন।

সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, ভিয়েতনাম এ ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  

এছাড়া ইন্টারপোল, ফেসবুক, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আসিয়ানাপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগামসহ (আইসিআইটিএপি) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

** সমঝোতা স্ম‍ারক সই নয়, সহায়তা করবে ফেসবুক
** 'আন্তর্জাতিক কোন সংগঠনের জঙ্গি বাংলাদেশে নেই'


বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।