ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফুটপাতে স্থাপনা সরিয়েছে মার্কিন দূতাবাস, বাকিদের বোধোদয় কবে!

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ফুটপাতে স্থাপনা সরিয়েছে মার্কিন দূতাবাস, বাকিদের বোধোদয় কবে! ফুটপাতে স্থাপনা সরিয়ে ফেলছে মার্কিন দূতাবাস/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: নিরাপত্তা আর সৌন্দর্যবর্ধনে রাজধানীতে মার্কিন দূতাবাসসহ বেশকিছু রাষ্ট্রের দূতাবাস সংলগ্ন ফুটপাত দখল করে গড়ে তুলেছে কংক্রিটের বিভিন্ন স্থাপনা। ফুটপাতে চলাচল করতে না পেরে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছেন পথচারীরা। তবে মঙ্গলবার ( ১৪ মার্চ) সংলগ্ন ফুটপাতের উপর গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেয়া শুরু করেছে মার্কিন দূতাবাস।

মঙ্গলবার রাজধানীর অভিজাত বারিধারা এলাকায় সরেজমিনে দেখা যায়, মার্কিন দূতাবাসের ফুটপাত দখল করে গড়ে তোলা কংক্রিটের পুলিশ চেকপোস্ট ভেঙে সরানো হচ্ছে। দুইজন শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হচ্ছে দূতাবাসের অবৈধ স্থাপনা।

তবে রাস্তা দখল করে বসানো ফুলের টবগুলো এখনো সরানোর কোনো প্রক্রিয়া দেখা যায়নি।

ভাঙার কাজে দায়িত্বরত ঠিকাদার বোরহান উদ্দীন বাংলানিউজকে বলেন, স্থাপনা নিয়ে অভিযোগ থাকায় দূতাবাস এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, আমাকে যতোটুকু বলা হয়েছে আমি ততোটুকুই ভেঙে ফেলছি। বাকি অংশ কি হবে না হবে তা দূতাবাসই বলতে পারবে।

আমেরিকান দূতাবাসের গাঁ ঘেষেই রয়েছে কানাডার দূতাবাস। সেখানেও একইভাবে গড়ে তোলা হয়েছে স্থাপনা।

এছাড়া জাপান, চীন, কোরিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডসহ কয়েকটি দূতাবাস ঘুরে দেখা যায়,  ফুটপাত দখল করে কোনোটির সামনে বসানো হয়েছে বড় বড় ফুলের টব, কোনোটির সামনে লোহার পাইপ ও রেলিং। আবার কোথাও লেখা রয়েছে নো পার্কিং।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।