ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ভায়রাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
কুষ্টিয়ায় ভায়রাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চাঁদ আলী ওরফে চেনি মোল্লা (৪২) নামে এক ব্যক্তিকে হত্যা করেছেন তার ছোট ভায়রা লালন গাজী (৩৮)।  স্থানীয়দের সহায়তায় ঘাতক লালনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশুহাটে এ ঘটনা ঘটে। চেনি মোল্লা পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের পঁচা মোল্লার ছেলে।

লালন উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত রবকুল গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সাপ্তাহিক পশুহাটে লালন হঠাৎ হাতুড়ি দিয়ে নির্দয়ভাবে চেনিকে পেটাতে শুরু করেন। এ দৃশ্য দেখে লোকজন তাকে উদ্ধার না করে আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। একপর্যায়ে চেনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা চেনি মোল্লাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক লালনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।