ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বিভাগীয় কমিশনার সম্মাননা পেলেন গফরগাঁওয়ের ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বিভাগীয় কমিশনার সম্মাননা পেলেন গফরগাঁওয়ের ইউএনও

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সম্মাননা লাভ করেছেন। 

উপজেলার সব পর্যায়ের জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, নারী উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো খাতে উন্নয়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।  

সোমবার (১৩ মার্চ) রাতে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা ২০১৭ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উল আলম।

 

এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলী আকবর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

এদিকে, গফরগাঁওয়ের ইউএনও এ সম্মাননা পদক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গফরগাঁও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন, স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল, উপজেলা ভূমি কর্মকর্তা শেখ শামছুল আরেফীন, গফরগাঁও থানার ওসি একে এম মাহবুব আলমসহ উপজেলার বিশিষ্টজনরা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।