ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় তিন জাল টাকা ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ভান্ডারিয়ায় তিন জাল টাকা ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তিন জাল টাকা ব্যবসায়ীকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া এলাকার সোবহান চৌকিদারের ছেলে বশির আহম্মেদ (২৮), নদমূলা গ্রামের মৃত আসমত আলী মৃধার ছেলে মালেক মৃধা (৫০) ও মো. দুলাল মৃধা (৩৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে অভিযান চালিয়ে জাল টাকাসহ বশির আহম্মেদ, মালেক মৃধা ও দুলাল মৃধাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার একটি নোট ও ১০০ টাকার পাঁচটি নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সিকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুপুরে এ রায় দেন। রায়ের সময় বশির আহম্মেদ উপস্থিত ছিলেন এবং আব্দুল মালেক মৃধা ও দুলাল মৃধা পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।