ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
মাধবপুরে ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী মাধবপুরে ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: ইভটিজিং, মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ প্রতিরোধে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ধর্মঘর ডিগ্রি কলেজের হলরুমে এ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের এএসপি এস এম রাজু আহম্মেদ।

প্রভাষক আব্দুল আলীমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মাসুদুল আলম, প্রভাষক আতাউর রহমান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান হোসেন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) জাকির হোসেন, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ হোসেন ও সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ।

সভা শেষে ইভটিজিং প্রতিরোধ সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মূর্তি’ প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।