ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় ২০ টন সরকারি চাল উদ্ধার, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ফুলবাড়িয়ায় ২০ টন সরকারি চাল উদ্ধার, আটক ১ ফুলবাড়িয়ায় ২০ টন সরকারি চাল উদ্ধার, আটক ১-ছবি:বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ার চান্দের বাজার এলাকায় এক ব্যক্তির গোডাউন থেকে ১০ টাকা কেজি মূল্যের ২০ টন সরকারি চাল উদ্ধার করেছেন মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

একই সময় গোডাউন মালিক সোহেলকে (৩২) আটক করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) রওশন মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ভিজিডি ও ১০ টাকা কেজি দরের সরকারি চাল চান্দের বাজার এলাকায় গোডাউনে মজুদ করে কালো বাজারে বিক্রি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে গোডাউন মালিক সোহেলকে আটক করা হয়।

পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ছাইদুর রহমানকে দ্রুত বিচার আইনে মামলা করার নির্দেশ দেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছাইদুর রহমান জানান, উদ্ধার করা চাল থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমএএএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।