ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দিল্লিতে হাসিনা-মোদী বৈঠক ৮ এপ্রিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
দিল্লিতে হাসিনা-মোদী বৈঠক ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঢাকা: আগামী ৮ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (মার্চ ১৪) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর এই ভারত সফর।

উল্লেখ্য, প্রায় ৭ বছর আগে ২০১০ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর প্রায় ২ বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।