সংলাপে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর নতুন সম্পর্কের সঙ্গে এগিয়ে চলা, বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ইস্যু ও যুক্তরাজ্য থেকে সামরিক সরঞ্জাম কেনার ইস্যুর বিষয়ে অগ্রাধিকার পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড সংলাপে অংশ নেবেন।
সংলাপে যোগ দিতে একদিন আগে ২৭ মার্চ ঢাকায় আসছেন ম্যাকডোনাল্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সংলাপে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন পরিকল্পনা, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর তার প্রভাব, বাণিজ্য, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অবস্থা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে কয়েকটি সেশনে আলোচনা হবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
কেজেড/জেডএস