ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফেনী: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মাহতাব উদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহতাব ফেনীর ফুলগাজী উপজেলার গাবতলা পাটোয়ারি বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে।

মাহতাবের ভাতিজা কপিল বাংলানিউজকে জানান, সোমবার রাতে জেদ্দা শহরে টিউশনি শেষে বাসায় ফিরছিলেন মাহতাব। এসময় এক মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আধঘণ্টা পর পুলিশ এসে মাহতাবকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহতাব সেখানে একটি মসজিদে ইমামতি করতেন। ১৭ মার্চ (শুক্রবার) তার নামাজে জানাজা শেষে জান্নাতুল বাকীতে দাফন করা হবে বলেও জানান ভাতিজা কপিল।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।