ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বোচাগঞ্জে জোড়া খুনের ঘটনায় তদন্ত কমিটি, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বোচাগঞ্জে জোড়া খুনের ঘটনায় তদন্ত কমিটি, আটক ১

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দু'জনকে হত্যার ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কাদেরিয়া মোহাম্মদিয়া খানকা শরিফের খাদেম সাইদুর রহমানকে (৪৬) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, জোড়া খুনের ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ জামান আশরাফকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুরিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান, কাহারোল সার্কেল অফিসার রুহুল আমিন, বোচাগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডিবির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ ও ফরিদ হোসেন।

উল্লেখ্য, সোমবার (১৩ মার্চ) রাতে ফরহাদ হোসেন চৌধুরী ও তার গৃহকর্মী রুপালীকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।