ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

জামালপুরে ২ জেএমবি সদস্যসহ আটক ৬০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
জামালপুরে ২ জেএমবি সদস্যসহ আটক ৬০

জামালপুর: জামালপুরে দুই জেএমবি সদস্যসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) রাত থেকে মঙ্গলবার (১৪ মার্চ) ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাতটি থানার পুলিশ তাদের আটক করে।

আটক দুই জেএমবি সদস্য হলেন- আব্দুল মাজেদ ও আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শহরের স্টেশন বাজারের বোর্ডঘর এলাকা থেকে তালিকাভুক্ত জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মাজেদের বাড়ি শহরের যোগীরঘোপা ও আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহর বাড়ি ইকবালপুরে। তারা সদর থানার তালিকাভুক্ত জেএমবির সদস্য।

পুলিশের বিশেষ অভিযানে জেএমবি ২ সদস্যসহ সারা জেলায় ৬০ জনকে আটক করা হয়েছে পুলিশের সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।