মঙ্গলবার (১৪ মার্চ) রাষ্ট্রপতি অটোরিকশায় চড়ে অষ্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে অষ্টগ্রাম উপজেলায় এসে দুপুর ১টায় ‘অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজ’ এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি অষ্টগ্রাম খেলার মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন। ১৪ মার্চ রাতে তিনি অষ্টগ্রাম ডাকবাংলোয় থাকবেন।
বুধবার (১৫ মার্চ) সকালে অষ্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কাজ পরির্দশন করে বেলা সাড়ে ১১টায় অষ্টগ্রাম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।
এর আগে রোববার (১২ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে জন্মস্থান মিঠামইনে আসেন। এরপর তিনি রিকশায় চড়ে মিঠামইন উপজেলার সদরের বাজার ও বাজারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসআই