মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় পল্লবীর কালশী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, কালশী মোড়ের পুলিশ চেকপোস্টের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস ওই যুবককে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হলে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
নিহত মাকসুদুর রহমান একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি বর্তমানে কালশী বাইশতলা গার্মেন্টের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় চালকসহ গাড়িটিকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এজেএস/ওএইচ/এমজেএফ