রাজধানীর বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুই নারীকে সম্মাননা জানানো হয়।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এসআইবিএল চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক দু’জনের হাতে সম্মাননা স্মারক ও প্রত্যেককে দুই লাখ টাকার চেক তুলে দেন।
সম্মাননার বাইরে দু’জনকে আরও ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এসময় উপস্থিত ছিলেন।
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর স্বেচ্ছাসেবার মাধ্যমে কয়েক যুগ ধরে বাংলাদেশে শারীরিক ও মানসিক পক্ষাঘাতগ্রস্ত মানুষকে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। জন্মস্থান ব্রিটেন ছেড়ে ৪৭ বছর ধরে পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনে বাংলাদেশেই জীবন পার করছেন তিনি।
সাভারে প্রায় ১২ একর জমির ওপর ১৯৭৯ সালে ভ্যালেরি প্রতিষ্ঠা করেন সিআরপি। সেই থেকে পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি।
আর বঞ্চিত ও নির্যাতিত নারীদের নতুনভাবে বাঁচতে শিখিয়েছেন অ্যাঞ্জেলা গোমেজ। তার সংগঠন ‘বাঁচতে শেখা’র মাধ্যমে গ্রামের অসহায় নির্যাতিত গরিব, বয়স্ক নারী, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা দেয়। এছাড়া নারীদের গর্ভধারণ, সন্তান প্রসব, প্রসূতি সেবাসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া কর্মসংস্থান, সমঅধিকার, লিঙ্গ বৈষম্য দূরীকরণে অ্যাঞ্জেলা গোমেজের অবদান দেশে-বিদেশে প্রশংসিত।
সম্মাননা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, এমন দু’জন মানুষকে আমরা আজ সম্মাননা দিচ্ছি যাদের সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই। প্রথম দিন থেকেই এসআইবিএল চেয়ারম্যান মানবদরদি কাজ ও ইউনাইটেড হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত। আমি সবসময় তাদের বলি মানুষের জন্য কিছু করেন, মানুষ স্মরণ রাখবে।
ভ্যালেরি টেইলর ও অ্যাঞ্জেলা গোমেজ বাংলাদেশের লাখ লাখ নারীর অনুপ্রেরণা হয়ে থাকবেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন একমাত্র পত্রিকা যেটা নারীদের সবচেয়ে প্রিয় পত্রিকা। নারী আন্দোলন, নারী স্বাধীনতাসহ সমস্ত কিছু নিয়ে বাংলাদেশ প্রতিদিন যেভাবে সত্য কথা বলে যাচ্ছে, আমার মনে হয় আর কোনো পত্রিকা তা বলার দুঃসাহস রাখেনি।
বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইস্ট-ওয়েস্ট মিডিয়ার সব সাংবাদিক, ফটো সাংবাদিকসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।
কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আর নিজের জীবন উৎসর্গ করে বাঙালি জাতির জন্য কাজ করে যাচ্ছেন ভ্যালেরি টেইলর। অন্যদিকে সততার সঙ্গে কাজ করে গেলে পৃথিবীর মানুষের ঠেকানোর যে কোনো উপায় নেই- তার উদাহরণ অ্যাঞ্জেলা গোমেজ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, সাতটি বছর দেখতে দেখতে চলে গেলো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের গাইডলাইনে আজ এই সফলতায় পৌঁছাতে সক্ষম হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ প্রতিদিন কাজ করে যাচ্ছে।
সম্মাননা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যাঞ্জেলা গোমেজ বলেন, আমরা কোনো পুরস্কারের জন্য কাজ করি না। অনেক নির্যাতন সহ্য করে মানুষের সেবা করছি। আমার বিরুদ্ধে তিন হাজার মামলা হয়েছে।
ভাঙা ভাঙা ইংরেজিতে ভ্যালেরি টেইলর বলেন, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, সুন্দর সুন্দর ফুলের জন্য। আমার খুব লজ্জা লাগে যে বাংলা এতো খারাপ বলি। মানুষের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭/আপডেট: ২০২৪ ঘণ্টা,
এমআইএইচ/এএ