ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে পিস্তল ও গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
নাটোরে পিস্তল ও গুলিসহ আটক ২ নাটোরে পিস্তল ও গুলিসহ আটক ২

নাটোর: নাটোরে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫) সদস্যরা।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সদর উপজেলার উত্তর চৌকিরপাড় (কালুর মোড়) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উত্তর চৌকিরপাড় (কালুর মোড়) এলাকার নুরু শেখের ছেলে জসিম (২৩) ও একই এলাকার নন্দ গোপালের ছেলে কেশব কুমার সাহা (২৪)।

র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর চৌকিরপাড় (কালুর মোড়) এলাকার জসিমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিন রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড শর্টগানের গুলি, চারটি মোবাইল সেট ও সিমসহ জসিমকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক কেশব কুমার সাহার বাড়ি তল্লাশী চলিয়ে পাকা বাথরুমের মধ্যে কাঠের স্তুপের ভেতর থেকে একটি টিস্যু ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি পিস্তলের ম্যাগাজিনসহ কেশব কুমারকে আটক করা হয়।

এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আর আসামি জসিমের নামে নাটোর সদর থানায় দুইটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।