ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষেতলালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ক্ষেতলালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ক্ষেতলাল উপজেলার আমিড়া মণ্ডলপাড়া গ্রামের মিলন হোসেনের মেয়ে মিনহা আখতার (২) ও ওই গ্রামের মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ আলীর মেয়ে বুশরা আখতার (৩)।

ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাংলানিউজকে জানান, বিকেল খেলতে গিয়ে মিনহা আখতার ও বুশরা পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‍বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।