মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ক্ষেতলাল উপজেলার আমিড়া মণ্ডলপাড়া গ্রামের মিলন হোসেনের মেয়ে মিনহা আখতার (২) ও ওই গ্রামের মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ আলীর মেয়ে বুশরা আখতার (৩)।
ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাংলানিউজকে জানান, বিকেল খেলতে গিয়ে মিনহা আখতার ও বুশরা পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনটি