ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
যশোরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের যশোরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের-ছবি: বাংলানিউজ

যশোর: যশোরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিককে আটক ও সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের সব কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেন।

এরপর যশোরের সাংবাদিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আটক সাংবাদিকের মুক্তির দাবি জানান।

এছাড়া বুধবার (১৫ মার্চ) প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বৃহস্পতিবার (১৬ মার্চ) যশোরে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামের সংবাদ বয়কট করে প্রেসক্লাবের সামনে কালো পতাকা নিয়ে মানববন্ধন করবেন সাংবাদিকরা।

প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে প্রেসক্লাবে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব যশোরের সহ সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, সাংবাদিক নেতা রুকুন উদ দৌলাহ, সাজেদ রহমান, শিকদার খালিদ, এইচ আর তুহিন, তৌহিদ জামান, সরোয়ার হোসেন, প্রদীপ ঘোষ, নূর ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।

সাংবাদিক নেতারা সভায় বলেন, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার ও অর্থবাণিজ্যের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। বিভিন্ন সময় সাংবাদিকদের হুমকি-ধামকি ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

** যশোরে মানবাধিকার কর্মী বিনয়কৃষ্ণ আটক

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।