মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কুমার নাথ তার জামিন মঞ্জুর করেন।
মানবাধিকার সংস্থা রাইটস, যশোরের প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদীর শিবপুর থানার একটি নিয়মিত মামলায় বিনয় কৃষ্ণকে আটক করে পুলিশ। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শিরিন আক্তার আদালতে বিনয় কৃষ্ণ মল্লিকের জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (১৩ মার্চ) দুপুরে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের প্রত্যাহার দাবিতে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে বাসায় ফেরেন বিনয় কৃষ্ণ। এরপর সাদা পোশাকের একদল পুলিশ তাকে গ্রেফতার করে। এর প্রতিবাদে ও যশোরের পুলিশ সুপারের প্রত্যাহার দাবিতে বিভিন্ন কর্মসূচি করেছে যশোরে কর্মরত সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ইউজি/এসআই