ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিআরপি ও বাঁচতে শেখাকে বসুন্ধরা চেয়ারম্যানের সহায়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
সিআরপি ও বাঁচতে শেখাকে বসুন্ধরা চেয়ারম্যানের সহায়তা দৈনিক বাংলাদেশ প্রতিদিন অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান/ছবি: সুমন শেখ

ঢাকা: পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র -সিআরপি এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠান ‘বাঁচতে শেখা’র জন্য ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) যৌথভাবে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর এবং ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজকে সম্মাননা জানায়।

অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিষ্ঠান দুটিকে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষকে বলবো, তাদের (বাঁচতে শেখা ও সিআরপি) পথে আসুন, তাদের কাছে শিখুন, তাদের পথ অবলম্বন করুন, শান্তি পাবেন, সুখ পাবেন, স্বস্তি পাবেন।

বসুন্ধরা গ্রুপের এই সহায়তা প্রতিষ্ঠান দুটির চলার পথে কিছুটা পাথেয় হবে এই প্রত্যাশা ব্যক্ত করে ভবিষ্যতেও এমন উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস দেন আহমেদ আকবর সোবহান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের এই বড় অংকের অর্থ সহায়তার ঘোষণায় আবেগাপ্লুত হয়ে ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত অ্যাঞ্জেলা গোমেজ বলেন, এত বড় একটা উপহার দিলেন, যা আমাদের চলার পাথেয় হয়ে থাকবে।

‘আমাদের সমাজে এরকম মানুষ থাকলে আমরা গরিব থাকবো না,’ বলেন অ্যাঞ্জেলা গোমেজ।

তিনি বলেন, সোনার গহনা বিক্রি করে কানের সাধারণ রিং এবং সাধারণ একটি মুক্তার মালা পরি। ১২০ টাকার শাড়ি পরেছি। তারও এখন দাম বেড়ে গেছে। আমি মাঠের মানুষ, মাঠে থেকে মানুষের সেবা করেছি।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলরও।

বাংলাদেশ প্রতিদিন ও এসআইবিএল’র পক্ষ থেকে অ্যাঞ্জেলা গোমেজ ও ভ্যালেরি এ টেইলরের হাতে সম্মাননা ক্রেস্ট ও দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও তাদের পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। এ সময় সম্মাননাপ্রাপ্ত  এই দুই গুণীজনকে অভিনন্দন জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-এসআইবিএল চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমআইএইচ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।