ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
টাঙ্গাইলে জেএমবি সদস্য গ্রেফতার

টাঙ্গাইল: টাঙ্গাইলে আমানুল্লাহ্ লিটন (৪০) নামে এক জেএমবি সদস্যকে  গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) রাতে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রাম থেকে তাকে  গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের হাসেম উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার সকালে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বরুহা গ্রামে অভিযান চালিয়ে আমানুল্লাহ্ লিটনকে  গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইল পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য।

তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে দেলদুয়ার থানায় ২০০৫ সালের দু’টি মামলা রয়েছে। মঙ্গলবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার আরেক সহযোগীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।