মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের কালিয়াবিল এলাকার মুজাম আলীর ছেলে এবং পাঙ্গাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম বাংলানিউজকে জানান, বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল মোহাম্মদ আলী। পথে কালিয়াবিল এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/