ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শেখ মুজিবের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
শেখ মুজিবের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে ২০১৮ সালের মধ্যে সারা বাংলায় আলো জ্বালাবো

মৌলভীবাজার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, শেখ মুজিবের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই মুজিব হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।

তিনি বলেন, ২০১৭ সালের পর দেশে কোনো শিক্ষক সংকট থাকবে না। ২০১৮ সালের মধ্যে সারা বাংলায় আলো জ্বালাবো।

পুরো দেশকে আমরা বিদ্যুতের আওতায় আনবো। কোনো বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন থাকবে না।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ বুরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির উদ্যোগে আয়োজিত মেধা যাচাই প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্কুল ভালো হলে ভালো মুসলিম তৈরি হবে, ভালো হিন্দু তৈরি হবে, ভালো বৌদ্ধ তৈরি হবে এবং ভালো খ্রিস্টান তৈরি হবে। আপনারা সন্তানদের স্কুলে পাঠাবেন এবং পাঠদানে মনোযোগী হবেন। বাংলাদেশ এখন সমৃদ্ধ একটি দেশ। এখন শুধু মেধাবী একটি জাতি গঠন করে দেশকে এগিয়ে নিতে হবে।

আমি গণশিক্ষার খুব একটা পক্ষে নই। কারণ এই খাতে খরচ করা সরকারের অপচয় বলে আমি মনে করি। কারণ ১৫ থেকে ৬০ বছর বয়সী কাউকে এভাবে শিক্ষিত করা কঠিন। এসব লোকদের স্বাক্ষরজ্ঞান দিতে প্রত্যেককে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

শেখ বুরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহ জালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।