মঙ্গলবার (১৪ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিইসি বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবেন।
সৈয়দপুর পৌঁছাবেন সকাল নয়টা বিশ মিনিটে। সেখান থেকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩টায় বৈঠক শেষে গাইবান্ধা সার্কিট হাউজে রাত যাপন করবেন। বৃহস্পতিবার ঢাকা ফিরবেন তিনি।
সিইসির সঙ্গে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত থাকবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন গাইবান্ধার জেলা প্রশাসক।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার খান হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এরপরই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। যার ভিত্তিতে ২২ মার্চ ওই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের গোলাম মোস্তফা আহমেদ (নৌকা), জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙল), জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)।
সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নের ১০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৪০ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ইইউডি/এএটি/এএ