মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৩ মার্চ) দিনগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার রশিদ মিয়া (৩২), নবিন মিয়া (২২), সোহরাব হোসেন (৩৫), রিফাত মিয়া (১৯), বাসুদেব সরকার (৪০), সাটুরিয়া উপজেলার হৃদয় হোসেন (১৯), শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে মনছের আলী (৬০), রাজিব শেখ (২৪), হরিরামপুর উপজেলা থেকে সোহেল রানা (১৯), হাসান মিয়া (১৮) ও অসিম (১৮)। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, এক লিটার দেশীয় মদ, দুই দশমিক তিন গ্রাম হেরোইন ও ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয় প্রেস রিলিজে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/