ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সুরমার উৎসমুখ খননের দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
সুরমার উৎসমুখ খননের দাবিতে মানববন্ধন সুরমার উৎসমুখ খননের দাবিতে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের জকিগঞ্জের অমলীসদ সীমান্তে সুরমা নদীর উৎসমুখ খননের দাবিতে মানববন্ধন করেছে সুরমা রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সাড়ে ১২টায় অমলসীদে সুরমা নদীর তীরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে সুরমা নদীর উৎসমুখ অমলীসদ এলাকায় পলি ভরাট হয়ে এক সময়ের খরস্রোতের সুরমা এখন মৃত প্রায়।

দীর্ঘদিন থেকে উৎসমুখ খননের দাবি তোলা হলেও আদৌ খনন করা হয়নি। এতে করে সুরমার পানি প্রবাহ কমে গেছে। ফলে বছরের আট মাসই পানিশূন্য থাকে সুরমা।

পানি প্রবাহ না থাকায় প্রভাব পড়েছে জনজীবনে। এ অঞ্চলের কৃষিজীবী ও মৎসজীবীরা পড়েছেন বিপাকে। কমে এসেছে ফসল উৎপাদন ও মৎস আহরণ। তাই দ্রুত সুরমার উৎসমুখ খননের দাবি জানান বক্তারা।

জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুরমা নদীর ওয়াটারকিপার আব্দুল করিম কিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মেহেদী হাসান খান, বাপা'র সংগঠক বদর চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন এম আর মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, আওয়ামী লীগ নেতা ডা. আব্দুল কাদির আল আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনইউ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।