মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে মেহেন্দীগঞ্জের চরএককরিয়া ইউনিয়নের চানপুর-কুলচর এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে মেঘনা নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
অপরদিকে, চরএককরিয়া ইউনিয়নের উত্তর দাদপুর এলাকার একটি ডোবা থেকে ইউসুফ হোসেন বেপরী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ ওই এলাকার জামান হোসেন বেপারীর ছেলে এবং মৃগী রোগী ছিলেন।
স্থানীয়রা জানান, দুই দিন ইউসুফ বাড়ি থেকে নিখোঁজ হন। সকলে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরেদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
এমএস/এনটি