ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কাবাডি প্রতিযোগিতায় বগুড়া সদর উপজেলা চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
কাবাডি প্রতিযোগিতায় বগুড়া সদর উপজেলা চ্যাম্পিয়ন কাবাডি প্রতিযোগিতায় বগুড়া সদর উপজেলা চ্যাম্পিয়ন-ছবি-বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় ছয় দিনব্যাপী স্বাধীনতা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতায় বগুড়া সদর উপজেলা কাহালু উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সদস্য জামিলুর রহমান জামিল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছয় দিনব্যাপী এ কাবাডি প্রতিযোগিতায় জেলার মোট ১২টি উপজেলা অংশ নেয়।
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমবিএইচ/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।