মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমী) শিউলি রহমান তিন্নী।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী ও উপ পরিচালক মিজানুর রহমান।
বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বাংলানিউজকে বলেন, সকাল ১০টায় হাসনাবাদ হাসপাতালের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে ভাই ভাই মার্কেট, বাবুল মার্কেট ও মাহবুব মার্কেটসহ প্রায় ৫০টির বেশি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনটি