মঙ্গলবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে ধুনট এনইউ পাইলট মডেল হাইস্কুল খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাতিঘর’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী স্বাধীনতা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় এমপি হাবিবর রহমান পুরস্কার বিতরণ করেন।
মেলা উদযাপন কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কুদরত-ই-খুদা জুয়েল, সবুজ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দুলাল, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, মাকসুদুল হক বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন ও যুগ্ম সম্পাদক রাশেদ আল আমিন আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমবিএইচ/এএটি/এমজেএফ