মঙ্গলবার (১৪ মার্চ) বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত উজ্জ্বল জেলার কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সীতারানী দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, নেশা করতে বাধা দেওয়ায় উজ্জ্বলের সঙ্গে প্রায়ই তার মা শাহিদা বেগমের বিবাদ হতো। এনিয়ে ২০১৩ সালের ২ জুন ছেলের সঙ্গে শাহিদার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জ্বল কোদাল দিয়ে মায়ের মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু। এ ঘটনায় ঘাতক ছেলের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক মঙ্গলবার এ রায় দেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসআই