ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

যশোর: বাগেরহাটে মা শাহিদা বেগমকে কুপিয়ে হত্যার দায়ে তার ছেলে উজ্জ্বল শেখকে (৩৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত উজ্জ্বল জেলার কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী সীতারানী দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা গেছে, নেশা করতে বাধা দেওয়ায় উজ্জ্বলের সঙ্গে প্রায়ই তার মা শাহিদা বেগমের বিবাদ হতো। এনিয়ে ২০১৩ সালের ২ জুন ছেলের সঙ্গে শাহিদার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জ্বল কোদাল দিয়ে মায়ের মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু। এ ঘটনায় ঘাতক ছেলের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক মঙ্গলবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।