মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পরশুরামে উপজেলা পরিষদে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেজর আশরাফ আলী বলেন, আমাদের মনে রাখতে হবে মাদক আমাদের পুরো সমাজের জন্যই ক্ষতিকর।
বিজিবির ভূমিকার ব্যাপারে তিনি বলেন, যারা মাদক ব্যবসা করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা। মাদক ব্যবসায়ীদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, ফেনী জেলা পরিষদের সদস্য এম শফিকুল হোসেন মহিম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইয়াছিন শরীফ মজুমদার, সাংবাদিক আবু ইউছুফ মিন্টু, প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ।
এসময় বিজিবির ভারপ্রাপ্ত সিও জনসাধারণের বক্তব্য শুনেন এবং সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচারসহ যেকোন অপরাধ সংগঠিত হলে সঙ্গে সঙ্গে তাকে অবহিত করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনটি