মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঘোষেরবাগ এলাকায় ঘটকের বাড়ির একটি ঘরে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের কর্মকর্তা তানভীরুল আলম জানান, দুটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরআর/এএ