ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ১৬টি বসতঘর   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ১৬টি বসতঘর   

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ‌আগুন লেগে ১৬টি টিনের ঘর পুড়ে গেছে। 

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঘোষেরবাগ এলাকায় ঘটকের বাড়ির একটি ঘরে আগুন লাগে।

পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ১৬টি ঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের কর্মকর্তা তানভীরুল আলম জানান, দুটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭ 
আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।