মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাতারকুলের আলীনগরে এ ঘটনা ঘটে।
মৃত অজুফা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরব গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।
অজুফা স্থানীয় ‘ইনটেক’ নামের একটি পোশাক কারখানায় কাজ করতো। অজুফা পরিবারসহ আলীনগরে ভাড়াবাসায় থাকতো।
অজুফার মা জয়বানু বেগম বলেন, বিকেলে এলাকার এক ছেলে কিছু লোকজন নিয়ে বাসায় এসে অজুফাকে বিয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে অজুফা অসম্মতি জানায়। তারা আমার মেয়েকে গালাগাল করে এবং হুমকি দেয়। এরপর মেয়েকে আমিও বকাঝকা করি।
এর কিছুক্ষণ পর অজুফাকে বমি করতে দেখি। ওর মুখ দিয়ে বিষের গন্ধ পাওয়া যাচ্ছিলো-যোগ করেন জয়বানু।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করে জানান, মৃতদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এজেডএস/আরআর/এমজেএফ