ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে ম্যাজিস্ট্রেট সোহেল রানার ওপর হামলার ঘটনায় নিন্দা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ফুলগাজীতে ম্যাজিস্ট্রেট সোহেল রানার ওপর হামলার ঘটনায় নিন্দা ফুলগাজীতে ম্যাজিস্ট্রেট সোহেল রানার ওপর হামলার ঘটনায় নিন্দা-ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানার ওপর মাদক ব্যবসায়ীদের হামলার তীব্র নিন্দা এবং আনসার সদস্য নওশের আলী হত্যার ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে সংগঠনের মহাসচিব কবির বিন আনোয়ারের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সোহেল রানার কাছে এসে পৌঁছায়।

চিঠিতে লেখা হয়, ফুলগাজী উপজেলার বদরপুর সীমান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়। এতে সোহেল রানা ও কয়েকজন পুলিশ আহত হন এবং নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হন। আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এছাড়া নিহত আনসার সদস্য নওশের আলীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দ্রুত আরোগ্য কামনা করছি আহত সোহেল রানার।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশের একটি কার্যকর ও জনবান্ধব আইন হিসেবে প্রতিষ্ঠিত। ভ্রাম্যমাণ আদালত জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে। সোহেল রানার সাহসিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম সবার জন্য অনুসরণীয়।

৮ মার্চ (বুধবার) ফুলগাজীর বদরপুর সীমান্তবর্তী খানাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।