ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু সুরক্ষায় বগুড়ায় সচেতনতামূলক সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
শিশু সুরক্ষায় বগুড়ায় সচেতনতামূলক সমাবেশ শিশু সুরক্ষায় বগুড়ায় সচেতনতামূলক সমাবেশ-ছবি: আরিফ জাহান

বগুড়া: ‘শিশুর সঠিক শিক্ষার মান উন্নয়ন, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার লক্ষ্যে বগুড়ায় সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চেলোপাড়া ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া কেন্দ্রীয় ইয়ুথ ফোরাম ও বগুড়া ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল-আলম।

ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া কেন্দ্রীয় ইয়ুথ ফোরামের সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সঞ্জু রায়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, পেসড’র নির্বাহী পরিচালক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহফুজ আরা নিভা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বগুড়া গ্রন্থ কেন্দ্রের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, বগুড়া এডিপির শিশু নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা আব্রাহাম হাঁসদা ও বগুড়া শিশু ফোরামের সভাপতি শফিকুল ইসলাম সীমান্ত।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কার্ত্তিক সরকার, বরুন দাস, ব্যবসায়ী বাবলু রায়, ইয়ুথ লিডার মিথিলা, ইফতেখার, তোহা ও মেসবাউল প্রমুখ ।

সমাবেশে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমবিএইচ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।