ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি ক্লোজড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
যশোর কোতোয়ালী মডেল থানার ওসি ক্লোজড

যশোর: যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে ক্লোজড করা হয়। তবে রাতে আর নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।


 
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান রাত সাড়ে ১০টায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণেই ওসি কোতোয়ালীকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র নেই।

এর আগে, সোমবার (১৩ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিক পুলিশের অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। পরে তিনি আটক হন। এরপর থেকেই ওসি ইলিয়াস হোসেনের ক্লোজড হওয়ার গুঞ্জন ওঠে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।