ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে জেএমবি নেতা সন্দেহে স্কুলশিক্ষক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
সিরাজগঞ্জে জেএমবি নেতা সন্দেহে স্কুলশিক্ষক আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সন্দেহে আবুল কালাম আজাদ (৬০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও উল্লাপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

আবুল কালাম আজাদ বেতকান্দি গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে ও স্থানীয় আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান রাত ১১টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আবুল কালাম আজাদ ২০১২ সালে জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।