মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও উল্লাপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
আবুল কালাম আজাদ বেতকান্দি গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে ও স্থানীয় আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আবুল কালাম আজাদ ২০১২ সালে জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইএ