বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে আমতলী সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র।
এছাড়া স্থানীয় তিন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শওকত হাচানুর রহমান রিমন ও নাসিমা ফেরদৌসিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
স্বাগত বক্তব্য রাখবেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর দেড়টায় পায়রা নদীতে এক নৌ-র্যালি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইএ