ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বুধবার জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বুধবার জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

বরগুনা: বরগুনার আমতলীতে মৎস্য অধিদফতরের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৭’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে আমতলী সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র।

এছাড়া স্থানীয় তিন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শওকত হাচানুর রহমান রিমন ও নাসিমা ফেরদৌসিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

স্বাগত বক্তব্য রাখবেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর দেড়টায় পায়রা নদীতে এক নৌ-র‌্যালি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।