মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঠাকিঠুকি সড়কের আমগাঁও জামুন এলাকায় আব্দুল হক (৬০) নামে ওই পথচারী গাড়ি চাপায় মারা যান।
এলাকাবাসী তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
আব্দুল হক হরিপুর উপজেলার মলানী গেদুরা গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা মৃত আব্দুল বক্কর।
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আরএটি/আইএ