চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক অস্ত্র ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বইড়াপাড়া গ্রামের একাব্বর আলীর ছেলে ইউসুফ আলী (২২)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বিশেষ অভিযান শুরুর পর থেকে পুলিশের বিভিন্ন দল শিবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযানে নামে।
এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বোগলাউড়ি এলাকায় অস্ত্র ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন এবং ১৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ইউসুফকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরে বিজিবি সদস্যরা উপজেলার সাহাপাড়া সীমান্তে ৩টি পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ করে।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।