ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বিয়ানীবাজার পৌর নির্বাচন ২৫ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
বিয়ানীবাজার পৌর নির্বাচন ২৫ এপ্রিল

সিলেট: অবশেষে সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরইমধ্যে নির্বাচনে তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ।

নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার ফরহাদ আলমের ঘোষণার বরাত দিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) অফিস কার্য দিবসের শেষে তফসীলের খবর জানানো হয়। বিস্তারিত বুধবার (১৫ মার্চ) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে।

পৌরসভায় উন্নীত হওয়ার পর থেকে প্রায় ১৬ বছর ধরে নির্বাচনহীন বিয়ানীবাজার পৌরসভা। প্রথমবারের মতো নির্বাচন হবে জেনে এলাকায় রীতিমতো উৎফুল্ল স্থানীয় বাসিন্দারা।

পৌরসভা হওয়ার পর প্রশাসকের দায়িত্ব পান তফজ্জুল হোসেন। মামলার মাধ্যমে দীর্ঘদিন প্রশাসকের দায়িত্ব চালিয়ে যান তিনি।

গত ২৩ জানুয়ারি উচ্চ আদালতে দায়ের করা বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক মো. তফজ্জুল হোসেনের দু’টি রিট পিটিশন নং-৯০৬/২০১৩ ও ৯৪৪২/২০১৪ খারিজ করে দেন হাইকোর্ট।

এর আগে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত একটি বেঞ্চের রায়ে অবিলম্বে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়:  ০৭১০ ঘন্টা, মার্চ ১৫, ২০১৭
এনইউ/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।