বুধবার (১৫ মার্চ) ভোর ৬টার দিকে মুগদা হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মাজেদুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাদ্রা গ্রামের মৃত বজলুল হকের ছেলে।
তার স্ত্রী রওশন আরা বাংলানিউজকে জানান, মাজেদুল মালিবাগে মাছের ব্যবসা করতেন। ভোরে মালিবাগ যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বাংলানিউজকে জানান, মুগদা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মাজেদুল। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় মারা যান মাজেদুল।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ এখন হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এজেডএস/এসআরএস/এইচএ/