ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
সিরাজগঞ্জে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিখোঁজর হওয়ার তিনদিন পর নদীতে বাচ্চু (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ এলাকায় ইছামতি নদী থেকে বাচ্চুর মরদেহটি উদ্ধার করা হয়।

বাচ্চু একই ইউনিয়নের রাঙালিয়াগাঁতী গ্রামের মৃত রেফাজ উদ্দিনের ছেলে।

রোববার (১২ মার্চ) রাতে জুয়া খেলার সময় অচেনা কয়েকজনের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন বাচ্চু ও আসাদুল (২৭) নামে দুই ব্যক্তি।

সোমবার (১৩ মার্চ) বিকেলে দমকল বাহিনীর সদস্যরা প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে আসাদুলের মরদেহ উদ্ধার করে। পরদিন মঙ্গলবার দিনভর উদ্ধার অভিযান চালিয়েও বাচ্চুর মরদেহ পাওয়া যায়নি। বুধবার ভোরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আল-আমিন চৌধুরী জানান, রোববার রাতে আসাদুল ও বাচ্চুসহ ছয়জন গাড়াদহ ব্রিজের পাশে জুয়া খেলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দু’জন পুলিশের পোশাকধারীসহ ১০-১৫ জন লোক তাদের ধাওয়া করে। এসময় জুয়া খেলতে বসা ছয়জনই ইছামতি নদীতে ঝাপ দেন। পরে চারজন নদী থেকে উঠে এলেও আসাদুল ও বাচ্চু নিখোঁজ ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।