বুধবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জুগিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবদুর রাজ্জাক ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
ওসি বলেন, আবদুর রাজ্জাক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য। জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নিজ বাড়ি থোকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জেএমবি সদস্য আবদুর রাজ্জাকের নামে বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে ওই মামলায় তাকে দুপুরের মধ্যেই আদালতে পাঠানো হবে বলেও জানান বাগমারা থানার ওসি।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসএস/এএটি/এইচএ/