ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দুদকে হাসেমপুত্র রুবেলের জিজ্ঞাসাব‍াদ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
দুদকে হাসেমপুত্র রুবেলের জিজ্ঞাসাব‍াদ চলছে

ঢাকা: প্লট বরাদ্দে অনিয়মের মামলায় হাজিরা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের ছেলে আশফাক আজিজ রুবেল।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার আগে তিনি কমিশনে উপস্থিত হন। রুবেল বেসরকারি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক।

দুদকে হাজির হওয়ার পরই প্লট বরাদ্দে দুর্নীতির ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, এ মামলায় দুদকে হাজির‍া দিতে গত ৫ মার্চ রুবেলকে নোটিশ পাঠান তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল। নোটিশে তাকে ১৫ মার্চ কমিশনে হাজির হতে বলা হয়।

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় আটজনের বিরুদ্ধে ওই মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।

মামলায় রুবেল ছাড়া অন্য সাত আসামি হলেন- এম এ হাশেমের আরেক ছেলে আম্বার প্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও রাজউকের সাবেক পাঁচ সদস্য (অবসরপ্রাপ্ত) এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, রেজাউল করিম তরফদার।  

এই মামলায় শওকত আজিজ রাসেলকে গত ৯ ফেব্রুয়ারিই গ্রেপ্তার করেছিল দুদক। বর্তমানে তিনি জামিনে আছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজউকের চেয়ারম্যান থাকাকালে ইকবাল উদ্দিন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দুই ভাই রাসেল ও রুবেলকে ২০ কাঠা জমির দু’টি প্লট বরাদ্দ দেন।

সূত্রমতে, সাবেক সংসদ সদস্য হাসেমের ব্যবসায়িক গ্রুপের অধীনে রয়েছে ৬০টিরও বেশি কোম্পানি।  কোম্পানিগুলোর দায়িত্বে আছেন হাসেমের পাঁচ ছেলে। হাসেমের স্ত্রী সুলতানা হাসেম ও পুত্রবধূরাও কোম্পানির পরিচালনা পর্ষদে দাপটের সঙ্গে কাজ করছেন।

হাসেম পরিবারের হাতে রয়েছে- সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স ও আইডিএলসি ফাইন্যান্সের মালিকানার অংশ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসজে/এইচএ/

আরও পড়ুন
** সাড়ে ১১টায় দুদকে হাজির হচ্ছেন হাসেমপুত্র রুবেল
** প্লট বরাদ্দে অনিয়মের মামলায় হাসেমপুত্র রুবেলকে নোটিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।