ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতি চক্রের ১১ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতি চক্রের ১১ সদস্য আটক কার্ড জালিয়াতি চক্রের ১১ সদস্য আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক এটিএম (অটোমেটেড টেলার মেশিন) কার্ড জালিয়াতি চক্রের সক্রিয় ১১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

বুধবার (১৫ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

আটকেরা হলেন- জালাল হোসেন সুমন (২৭), শাহজিদ সোহেল (৩৬), নূর আলম (৪৫), রানা (২৪), জহিরুল ইসলাম (৩৭), লুৎফুর রহমান সুজন (৪২), পারভেজ (২৩), ওয়াহেদ (২০), আবদুল আলী (৪০), জাহাঙ্গীর হোসেন (৪৫) ও কামরুজ্জাম‍ান সুমন (৩০)।  

এ বিষয়ে দুপুরে র‌্যাবের ব্রিফিংয়ে বলা হয়, আটকদের মধ্যে দুইজন হলেন দোকানের মালিক। আর একজন ঢাকা সিটি উত্তর করপোরেশনের ট্রেড লাইন্সেস বিভাগে কাজ করেন।

চক্রটি এরই মধ্যে চলতি মাসে ৫০ থেকে ৬০ লাখ টাকার লুটে নিয়েছে। যে এটিএম কার্ডগুলো জব্দ করা হয়েছে। সেগুলোর প্রতিটিতে বিদেশি গ্রহকের নাম লেখা বলেও জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭/আপডেট: ১৪২৫ ঘণ্টা
এসজেএ/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।