ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মিজারুল কায়েসের মরদেহ আসছে রোববার রাতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
মিজারুল কায়েসের মরদেহ আসছে রোববার রাতে

ঢাকা: ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মরদেহ ঢাকায় আসছে আগামী রোববার (১৯ মার্চ)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন উইংয়ের এক কর্মকর্তা বুধবার (১৫ মার্চ) সকালে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে মিজারুল কায়েস গত ১১ মার্চ ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আগামী শুক্রবার (১৭ মার্চ) মিজারুল কায়েসের মরদেহ ব্রাসিলিয়া থেকে বিশেষ ফ্লাইটে মধ্যপ্রাচ্যের একটি দেশে আনা হবে। তারপর সেখান থেকে তার মরদেহ ঢাকায় আসবে।

তিনি বলেন, ব্রাসিলিয়া থেকে সপ্তাহে একটি মাত্র উড়োজাহাজ মরদেহ বহন করে থাকে। সেটিতেই মিজারুল কায়েসের মরদেহ আনার চেষ্টা চলছে।

সংস্কৃতিমনা এ কূটনীতিক ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।

ব্রাসিলিয়ায় দায়িত্ব পাওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্য, রাশিয়া ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরেও দায়িত্ব পালন করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০১২ সালে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় তাকে।

বঙ্গবন্ধুপ্রেমিক মিজারুল কায়েসের সাহিত্য ও সংস্কৃতির প্রতিও গভীর অনুরাগ ছিল।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।