ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
শপথ নিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে রবিউল ইসলামকে শপথ বাক্য পাঠ করান। ছবি: পিআইডি

ঢাকা: শপথ নিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম। 

বুধবার (১৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে রবিউলকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক।

গত ২৮ ডিসেম্বর সারাদেশের জেলা পরিষদগুলোতে নির্বাচন হয়। কিন্তু কুষ্টিয়া জেলা পরিষদে মনোনয়ন জটিলতায় নির্বাচন স্থগিত করা হয়। পরে সেখানে আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হন রবিউল।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।