বুধবার (১৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে রবিউলকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক।
গত ২৮ ডিসেম্বর সারাদেশের জেলা পরিষদগুলোতে নির্বাচন হয়। কিন্তু কুষ্টিয়া জেলা পরিষদে মনোনয়ন জটিলতায় নির্বাচন স্থগিত করা হয়। পরে সেখানে আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হন রবিউল।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমইউএম/এইচএ/